ডা. তাহমিনা করিম অ্যানি
প্রকাশ : ১৬ মে ২০২৩, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রোজেন শোল্ডার কী ও কেন

ফ্রোজেন শোল্ডার কী ও কেন
ফ্রোজেন শোল্ডার কাঁধের এমন একটা রোগ, যাতে ব্যথার মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং একসময় তা অসহনীয় হয়ে পড়ে। কাঁধের নড়াচড়াও অসম্ভব হয়ে পড়তে পারে। সাধারণত মধ্যবয়সীদের এ রোগ বেশি দেখা যায়। বিস্তারিত জানাচ্ছেন ডা. তাহমিনা করিম অ্যানি কেন হয় এ রোগের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে কিছু রোগের সঙ্গে ফ্রোজেন শোল্ডারের নিবিড় সম্পর্ক রয়েছে। ডায়াবেটিস, শরীরে অতিরিক্ত মেদ বা ওবেসিটি, হাইপার থাইরয়েড, হৃদরোগ ও প্যারালাইসিস রোগীদের মধ্যে ফ্রোজেন শোল্ডারের প্রকোপ বেশি দেখা যায়। কাঁধের অস্থিসন্ধির পর্দার ভেতরে ও বাইরের দিকে দুটি আবরণ থাকে। এ দুই আবরণের মধ্যে কিছুটা ফাঁকা জায়গা থাকে, যেখানে এক ধরনের তরল পিচ্ছিল পদার্থ থাকে, যা কাঁধের মসৃণ নড়াচড়ার জন্য জরুরি। এ রোগ হলে ওই দুই পর্দার মাঝখানের স্থান ও পিচ্ছিল পদার্থগুলো কমে যায়। এতে কাঁধের নড়াচড়া সহজভাবে করা যায় না। ফলে প্রচুর ব্যথার সৃষ্টি করে, যা দিন দিন বাড়তে থাকে ও অসহনীয় হয়ে পড়ে। লক্ষণ ঘুমাতে গেলে বা একপাশ হয়ে শুতে গেলে কাঁধে প্রচণ্ড ব্যথা হয়। প্রথম দিকে ব্যথা অল্প হলেও তা ক্রমান্বয়ে বাড়ে। বিশেষ করে কোনো জিনিস হাতে ওঠাতে গেলে বা কাঁধ ঘুরিয়ে পিঠ চুলকাতে গেলে ব্যথা অনুভূত হয় বেশি। ধীরে ধীরে রোগীর কাঁধের নড়াচড়া, বিশেষ করে হাত ওপরের দিকে ওঠানো এবং হাত ঘুরিয়ে পিঠ চুলকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিছু ক্ষেত্রে হাত ঝিঁঝি করা, শক্তি কম পাওয়া, এমনকি পাশাপাশি হাত একদম ওঠাতে না পারার মতো লক্ষণ দেখা দিতে পারে। এমন কোনো লক্ষণ দেখা দিলে খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে, রোগটি ফ্রোজেন শোল্ডার কি না। চিকিৎসা সময়ের সঙ্গে সঙ্গে ফ্রোজেন শোল্ডার ভালো হতে থাকে। কিছুটা সময় লাগলেও কোনোরকম অপারেশন ছাড়াই সঠিক ও বিশেষ কিছু ব্যায়ামের মাধ্যমে এ রোগ ভালো হয়ে যায়। ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ওষুধ দেওয়া হয়। দীর্ঘদিন রোগে ভুগলে এবং চিকিৎসা নিতে বিলম্ব হলে তখন ব্যায়ামের পাশাপাশি স্টেরয়েড ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়। তবে নিয়মিত ব্যায়ামই এ রোগের একমাত্র নিরাপদ চিকিৎসা। কেননা জয়েন্টের ক্যাপসুল ও পেশিগুলো জমে যায় বলে যত বেশি নাড়ানো হবে, তত বেশি উপকার পাওয়া যাবে। এসব ব্যায়াম রোগী ঘরেই করতে পারেন। চিকিৎসক রোগীর অবস্থা বিবেচনা করে তার জন্য প্রয়োজনীয় ব্যায়ামগুলো শিখিয়ে দেবেন। রোগ প্রতিরোধে বয়স ৪০ বা তার ঊর্ধ্ব বয়সীরা এ সমস্যার জন্য ঝুঁকিতে থাকেন। যেসব কারণে শোল্ডারের মুভমেন্ট কমে যায়, যেমন—রোটেটর কাফ ইনজুরি, হাত ভেঙে যাওয়া, স্ট্রোকের কারণে এবং অপারেশনজনিত কারণে দীর্ঘদিন শোল্ডারের মুভমেন্ট কমে যাওয়া। একটু সতর্ক থাকলেই এ সমস্যা থেকে নিজেদের রক্ষা করে চলা যায়। আঘাতজনিত সমস্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করা। অত্যধিক ভারী জিনিস তোলার কারণে মাংসপেশি ও লিগামেন্টস ইনজুরি হতে পারে। এসব কাজের সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। শিশুদের হাত ধরে ওঠানোর সময় জোরে টান লাগলে শোল্ডারে ইনজুরি হতে পারে। শিশুদের সাবধানে কোলে নিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, রোগ হওয়ার আগে থেকেই সব বয়সীর নিয়মিত শোল্ডার বা কাঁধের ব্যায়াম করা। লেখক : মেডিকেল অফিসার, স্কয়ার হসপিটাল, ঢাকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর থেকে বগুড়ায় ফিরেছেন তারেক রহমান

বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি

বিএনপি-জামায়াতের ভোট কত শতাংশ, জানাল জরিপ সংস্থা

বহিষ্কার ও গণপদত্যাগে সংকটে মুন্সীগঞ্জ বিএনপি

নির্বাচন উপলক্ষে নেপালকে দ্বিতীয় দফায় ২৫০ গাড়ি দিল ভারত

ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

‘মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে জামায়াত’

শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা মাহাবুবের জামায়াতে যোগদান

আগামীর জন্য বিনিয়োগ : সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ

মদিনায় ২১ লাখ বৃক্ষরোপণ করল সৌদি সরকার

১০

এবার নিশিরাতে নির্বাচন করতে দেব না : তারেক রহমান

১১

ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

১২

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ : হাবিব

১৩

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’

১৪

পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : গোলাম পরওয়ার

১৫

প্রেমিক বিবাহিত, সন্তানও আছে! গোপন তথ্য ফাঁস করল চ্যাটজিপিটি

১৬

টেলিগ্রামে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারকারী গ্রেপ্তার

১৭

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

১৮

নেদারল্যান্ডসে প্রযুক্তি খাতে বছরে ৪০ হাজার কর্মীর চাহিদা, সম্ভাবনায় বাংলাদেশ

১৯

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

২০
X