কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আইএমও মহাসচিব পদে কূটনীতিকদের সমর্থন চেয়েছে বাংলাদেশ

আইএমও মহাসচিব পদে কূটনীতিকদের সমর্থন চেয়েছে বাংলাদেশ
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থী ক্যাপ্টেন মঈন উদ্দিন আহমেদের পক্ষে বিদেশি কূটনীতিকদের সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সমর্থন চান। আইএমও মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচারের অংশ হিসেবে অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে মঈন উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। আইএমও মহাসচিব পদে বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও কমিটিতে আমরা নির্বাচন করি। এরই ধারাবাহিকতায় আইএমওর ডিজি পদে এবার বাংলাদেশের প্রার্থী ক্যাপ্টেন মঈন। তিনি এরইমধ্যে আইএমএসওর মহাপরিচালক পদে পেশাদারিত্ব ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার পেশাগত জীবনও অনেক বর্ণাঢ্য। আমরা ভালো ফল আশা করছি। আইএমও’র তথ্য অনুসারে, ১৭৫ সদস্য ও তিন সহযোগী রাষ্ট্রের সংস্থা আইএমও কাউন্সিলের ১২৮তম অধিবেশনের (ডিসেম্বর ২০২২) সিদ্ধান্ত অনুসারে আগামী ১৮ জুলাই আইএমও সদর দপ্তরে মহাসচিব নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, তুরস্ক, পানামা, ডোমিনিকা, কেনিয়া, ফিনল্যান্ড ও চীন আইএমও সদস্য রাষ্ট্র হিসেবে এরইমধ্যে মহাসচিব পদে নিজেদের প্রার্থী মনোনয়ন দিয়েছে। নির্বাচনের পর কাউন্সিলের সিদ্ধান্তটি চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠেয় অধিবেশনে জমা দেওয়া হবে। এরপর নিয়োগ অনুমোদনের জন্য অধিবেশনে আমন্ত্রণ জানানো হবে এবং নির্বাচিত মহাসচিব ২০২৪ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে দক্ষিণ কোরিয়ার বর্তমান মহাসচিব কিটাক লিমের মেয়াদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। উল্লেখ্য, মঈন উদ্দিন আহমেদ প্রথম বাংলাদেশি যিনি ২০১৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক মেরিটাইম স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) ২৫তম অধিবেশনে মহাপরিচালক নির্বাচিত হন এবং ২০১৫ সালের এপ্রিলে দায়িত্ব পালন শুরু করেন। এর আগে বাংলাদেশ নৌবাহিনীর এই কর্মকর্তা আইএমও মেরিটাইম সেফটি ডিভিশনের একজন সিনিয়র টেকনিক্যাল অফিসার ছিলেন। ক্যাপ্টেন মঈন ১৯৭৬ সালে বাংলাদেশ নৌবাহিনীতে এবং ২০০৪ সালে আইএমওতে যোগ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির পরিবারের সদস্যদের পাশে ডা. জুবাইদা রহমান

‘হাদির অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়’

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শালিসকে’ কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

নিলামের পর ঢাকা ক্যাপিটালসের বড় চমক

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক : স্বাস্থ্যের ডিজি

হাদিকে গুলি : হামলাকারীদের বিষয়ে ডিএমপির অনুরোধ

১০

বিএনপি বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চায় : মঈন খান

১১

ডিএনএ বদলাতে শুরু করেছে মেরু ভালুক

১২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

১৩

লাফ দিয়ে কাঁধে কামড় বসিয়ে দিল কুকুর, ভিডিও ভাইরাল

১৪

গুলিবিদ্ধের ঘটনায় যা বললেন ওসমান হাদির বোন

১৫

হাদির অবস্থা ‌‘ক্রিটিক্যাল’, তিনি বেঁচে আছেন : ডা. জাহিদ হাসান

১৬

ওসমান হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে

১৭

রাজধানীতে চলন্ত বাসে আগুন

১৮

‘যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা হাদিকে গুলি করেছে’

১৯

হাদির মাথায় গুলি পাওয়া যায়নি, বেরিয়ে গেছে : ঢামেক হাসপাতাল পরিচালক

২০
X