নির্বাচনের আগে নতুন রাস্তা নয় : ডিসিদের ওবায়দুল কাদের
সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
নির্বাচনের আগে নতুন রাস্তা নয় : ডিসিদের ওবায়দুল কাদের
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের কোথাও নতুন কোনো রাস্তা না করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিদ্যমান সড়কের মেরামত ও সংরক্ষণকে অগ্রাধিকার দিতে বলেছেন তিনি।
আজ বুধবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে এ নির্দেশনার কথা জানান তিনি। সড়ক পরিবহনে শৃঙ্খলা আনার জন্য কাজ করার পাশাপাশি সম্মেলনে তিনি তিন চাকার যানবাহনে নিয়ন্ত্রণ করতে গিয়ে যেন তা গরিব মানুষের জীবিকা অর্জনে বাধা না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শও দিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমার মন্ত্রণালয়ে সরকারের উন্নয়নমূলক অবকাঠামো পদ্মা, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, শত সেতু শত রাস্তা, ওভার পাস, ফ্লাইওভার সব কর্মকাণ্ডে এগুলো দৃশ্যমান। এগুলো নিয়ে কথা বলে আমি সময় নষ্ট করতে চাইনি। এগুলো সবাই দেখেছে, দৃশ্যমান।
‘আমি ডিসি সাহেবদের গুরুত্ব দিয়ে বলেছি, আমি এখন আর কোনো নতুন রাস্তা করতে চাই না। আগামী নির্বাচনের আগে যে রাস্তাগুলো বিদ্যমান আছে সে রাস্তাগুলো মেরামত করতে চাই। ব্যবহার যোগ্য করতে চাই। যেগুলো আছে সেগুলো মেরামত করা, সংরক্ষণ করা আমাদের প্রথম ও প্রধান কাজ।’
মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার ছোট বাহনের চলাচল প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘ছোট ছোট যানগুলো মোটরসাইকেল ঢাকা শহরে অনেক নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, তা ৯৫ শতাংশ। ঢাকায় চালক ও আরোহী দুজনই হেলমেট ব্যবহার করছে। কিন্তু মফস্বলে তিনজন এক মোটরসাইকেলে, কারও মাথায় হেলমেট নাই। এসব বিষয় দেখার জন্য বলেছি।’
তিন চাকার বাহন চলাচলের বিষয়ে নীতিমালা তৈরিতে সড়ক পরিবহন ও সেতু সচিবকে নিদের্শনা দেওয়ার কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘গরিব মানুষের জীবন যেমন আছে, জীবিকাও আহরণ করতে হবে। তাদের জীবিকা চাকাটা আমরা বন্ধ করে দিতে পারি না। কাজে এইগুলোকে একটা নীতিমালার মধ্যে নিয়ে আসতে হবে। নীতিমালা প্রণয়নের কাজ চলছে, যত তাড়াতাড়ি সম্ভব নীতিমালা প্রণয়ন করতে হবে।
‘এখন দায়িত্ব হলো এ যানগুলো শহরে এবং হাইওয়েতে যানজট সৃষ্টি করে, দুর্ঘটনায় দেখা যায় একটা ইজিবাইক দুর্ঘটনা হলে ১০-১২ জন মারা যায়। বড় দুর্ঘটনাও এই পরিমাণে মারা যায় না। এখন দুর্ঘটনার হার কমে গেছে, দুর্ঘটনার মৃত্যুর হার বেড়ে গেছে। মোটরসাইকেল, ইজিবাইক, নসিমন করিমনগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে।’
এ বছর নতুন আরও ৭০ কিলোমিটার রেললাইন চালু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের তিনি বলেন, ‘লাকসাম থেকে আখাউড়া সেকশনে ১৭ কিলোমিটার ডাবল লাইন, টঙ্গী থেকে জয়দেবপুর থার্ড লাইনের ১১ কিলোমিটার এবং রূপপুর পারমাণবিক কেন্দ্রের সঙ্গে পাকশী পর্যন্ত ১৯ কিলোমিটারসহ মোট ৭০ কিলোমিটার রেললাইন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।’
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ এ বছরের মধ্যেই চালুর পাশাপাশি খুলনা থেকে মোংলা পর্যন্ত রেললাইনের প্রকল্পটি এই বছরের জুন মাসের মধ্যে উদ্বোধন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সুজন বলেন, দেশের পুরো রেল ব্যবস্থাকে ব্রডগেজে পরিণত করা হবে। ভারতের সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে বাংলাবান্ধা থেকে শিলিগুড়ি এবং আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেলপথ চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
বগুড়ায় আগুনে নিঃস্ব তিন পরিবারের পাশে তারেক রহমান
১
শেষ হলো ঢাকা জেলা প্রশাসন প্রাঙ্গণে ৩ দিনব্যাপী পাটপণ্য মেলা
২
ট্রাম্পের হেলিকপ্টারের জরুরি অবতরণ
৩
এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
৪
বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
৫
ম্যাচ চলাকালীন হৃদরোগে লঙ্কান ক্রিকেটারের বাবার মৃত্যু
৬
বিদেশি ঋণে রেকর্ড, ১১২ বিলিয়ন ডলার ছাড়াল
৭
‘শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম চলবে’
৮
দুই দফা দাবি / আন্দোলনস্থান ত্যাগে চাপ প্রয়োগের অভিযোগ মুক্তিযোদ্ধা পরিবারের
৯
বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার
১০
শ্রীলঙ্কার জয়ে ভর করে সুপার ফোরে বাংলাদেশ
১১
গাজায় ইসরায়েলের চার সেনা নিহত
১২
রাজধানীর ইন্দিরা রোড থেকে এক আ.লীগ নেতা গ্রেপ্তার
১৩
ইন্দোনেশিয়ায় আন্তঃধর্মীয় সম্মেলন / অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও সম্প্রীতিময় আন্তঃধর্মীয় সংলাপে গুরুত্ব
১৪
পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
১৫
অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
১৬
চাকসুতে ১০ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
১৭
চট্টগ্রামকে ক্লিন সিটি করতে নতুন ল্যান্ডফিল্ড কেনার উদ্যোগ চসিকের
১৮
রাত নামলেই লুট হচ্ছে কীর্তনখোলা নদীর বেড়িবাঁধের ব্লক