রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নিতে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।
ওই সময় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. মো. শহিদুল ইসলাম, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এম এইচ মোস্তফাসহ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন থানার নেতারা।
ওই সময় তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের আশু সুস্থতা কামনা করেন। তারা বিস্ফোরণ ঘটনার কারণ উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং এই ভয়াবহ ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।