কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পরিকল্পিতভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে : বিএনপি

পরিকল্পিতভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে : বিএনপি
গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সভাপতি ও ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মকবুল ইসলাম খান টিপু এবং ৪৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল কাদিরকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় হাইকোর্টের জামিনে থাকা অবস্থায় আজ জজ কোর্টে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বর্তমানে দেশে চলছে ভয়ঙ্কর নৈরাজ্য ও দুঃশাসন। কর্তৃত্ববাদী আওয়ামী সরকার কর্তৃক দেশে চলছে রাজনীতির নামে অপরাজনীতি, প্রতিহিংসা চরিতার্থের রাজনীতি। বিএনপিসহ বিরোধী দলগুলোকে ধ্বংস করার সুপরিকল্পিত অংশ হিসেবেই নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের, গ্রেপ্তার ও জামিন বাতিল করে কারান্তরীণ করা হচ্ছে। আবদুস সালাম এবং রফিকুল আলম মজনু বলেন, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার মাধ্যমে শাসন ক্ষমতায় এসে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আবারও রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। কারণ বর্তমান আওয়ামী লীগ সরকার বুঝতে পারছে, জনগণের ওপর অত্যাচার নিপীড়ন চালানো এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কারণে এবার ক্ষমতাচ্যুত হলে আগামীতে জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাষ্ট্রক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। এজন্য বেপরোয়া আচরণের মাধ্যমে সরকার জনগণকে ভয়ভীতি প্রদর্শন এবং বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনে আরও হিংস্র হয়ে উঠেছে। সরকারের এই হিংস্র ও নিষ্ঠুর আচরণের ধারাবাহিকতায় মকবুল ইসলাম খান টিপু এবং আব্দুল কাদিরকে বানোয়াট ও অসত্য মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দেশে এখন আইন-কানুন বলতে কিছু নেই, বিচারালয়গুলো বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর চক্ষু ইশারায় চলে। এজন্য দেশের সাধারণ মানুষ এবং বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। Link a Story রাজনীতিবিদ ও কূটনীতিকদের সম্মানে ইফতার করবে বিএনপি তারা আরও বলেন, দেশে চলছে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসন। তবে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর অত্যাচার ও নিপীড়ন নির্যাতন চালিয়ে কোনো স্বৈরশাসকই রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়নি। বর্তমান স্বেচ্ছাচারী শাসকগোষ্ঠীও জনগণের সম্মিলিত শক্তির কাছে পরাজিত হবে। অবিলম্বে মকবুল ইসলাম খান টিপু এবং আব্দুল কাদিরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপির এ দুই নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটকা ফুটানো নিয়ে রাতে সংঘর্ষে জড়াল দুই মহল্লার বাসিন্দারা

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যা জানা গেল

কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের সর্বশেষ অবস্থা

বিজয়ের মাস উদযাপনে ঢাবি প্রশাসনের উদাসীনতার অভিযোগ জাতীয় ছাত্রশক্তির

গুজবে কান না দিয়ে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করুন : ইশরাক

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মনি গ্রেপ্তার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে কর্মসূচি

এখনো ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান : পররাষ্ট্র উপদেষ্টা

রাবির তিন শিক্ষক বরখাস্ত, ছাত্রত্ব বাতিল দুই শিক্ষার্থীর

‘চশমা’ প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক জাগপা

১০

মানুষের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া সব সময় আপসহীন : মাসুদুজ্জামান

১১

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ওমরাহ পালন

১২

সেঞ্চুরিও বাঁচাতে পারল না ভারতকে, সমতায় সিরিজ

১৩

মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বসতঘর

১৪

খালেদা জিয়ার চিকিৎসায় হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

১৫

মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

১৬

শরীয়তপুরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া

১৭

পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের যে দাবি

১৮

সন্তানহারা মা কুকুরটিকে দেওয়া হলো দুটি নতুন ছানা

১৯

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, থাকছেন জাতীয় দলের সাথেই

২০
X