কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

দেশের জনগণকে দুই ভাগে বিভক্ত করেছে সরকার : এনডিপি

দেশের জনগণকে দুই ভাগে বিভক্ত করেছে সরকার : এনডিপি
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ আল হারুন (সোহেল) বলেছেন, সরকার দেশের জনগণকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে তারা এ কথা বলেন। বিবৃতিতে আরও বলা হয়, দেশ এখন এক মহাসংকটময় পরিস্থিতি পার করছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি, প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পাচার, সরকারি প্রতিষ্ঠানগুলোকে সাধারণ জনগণবিদ্বেষী প্রতিষ্ঠানে পরিণত করা, পুলিশ ও আধাসামরিক বাহিনীকে সাধারণ জনতার প্রতিপক্ষ হিসেবে গড়ে তোলা, জনগণের কল্যাণকর কার্য না করে কিছু স্বার্থান্বেষী আওয়ামী লীগ ও প্রশাসনের লোকের আনন্দ-ফুর্তিতে ব্যস্ত থাকা, ৩০ লাখ মানুষের রক্ত ও লাখ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে শুধু একজন ও এক দলের সাফল্য হিসেবে জাহির করতে গিয়ে আজ দেশের জনগণকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। যার এক ভাগে দেশের ৫-৬ শতাংশ শোষক শ্রেণির মানুষ আর অন্য ভাগে দেশের ৯৪-৯৫ শতাংশ শোষিত সাধারণ জনগণ। তারা বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বাধীন আওয়ামী লীগ এখন জনগণ ও দেশবিরোধী দলে পরিণত হয়ে মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক সব মৌলিক অধিকার হরণ করে নিয়েছে। জমিদারি প্রথার মতো এখন এই দেশ যেন একটি পরিবারের! তাদের আছে কিছু তোষামোদি পাইক-পেয়াদা আর আমরা সবাই তাদের প্রজা। দেশের ১৮ কোটি মানুষের কষ্টার্জিত অর্থ থেকে কর নিয়ে সরকারি লোকজন বিদেশে সম্পদ গড়ছে আর দেশে দিবস উদযাপন করছে। এনডিপির নেতারা বলেন, সরকার যে সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ অনুভব করে না, গত বছর সিলেটে বন্যার সময় বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে সরকার সারা দেশে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেছে—এটাই তার প্রমাণ। সেই উদযাপন আতশবাজি আর আলোকসজ্জা করে এক দিন পরেই লোডশেডিং শুরু করলেন। তারা আরও বলেন, কিছুদিন থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণে মানুষ মারা যাচ্ছে; কিন্তু আজ পর্যন্ত কর্তৃপক্ষ সঠিক কারণ জানাতে পারছে না। ঢাকা শহর মশার নগরীতে পরিণত হয়ে শত শত মানুষ ডেঙ্গু জ্বরে মারা গেল; কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বা সিটি করপোরেশন কোনো বিশেষ ব্যবস্থা নেয়নি। নেতারা বলেন, সরকার ঘরে ঘরে চাকরির প্রলোভন দিয়ে ক্ষমতায় এসে বাংলাদেশকে বেকারত্বের দেশে পরিণত করেছে। জনস্বার্থ দেখার সরকারি বিভিন্ন সংস্থা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী আজ ব্যবসায়ী সম্মেলনে জনদুর্ভোগের কথা বিবেচনা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক পর্যায়ে আনার উপায় খুঁজে বের করতে ব্যবসায়ী নেতাদের আহ্বান জানান; যা সরকারের দেউলিয়াত্বের প্রমাণ। এমন কথা বলার আগে সরকারের পদত্যাগ করা উচিত ছিল। কারণ এতে প্রমাণ হয়, দেশের প্রশাসন সরকারের নিয়ন্ত্রণের বাইরে। জনগণের স্বার্থে কিছু করার যোগ্যতা আর এই সরকারের নেই এবং সিন্ডিকেট ভাঙার শক্তিও বর্তমান সরকারের নেই। এনডিপি দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এখনই পদত্যাগ দাবি করছে। এনডিপি দাবি করছে, বর্তমান সরকারের সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনবেন, যাতে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। অন্যথায় অতিদ্রুততম সময়ের মধ্যে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী, গণবিরোধী সরকারকে পদত্যাগে বাধ্য করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে এবং গত ১৪ বছরের সরকারের সব অবৈধ কার্যকলাপের বিচার হবে। এনডিপি দেশের সব জনগণকে একটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঝালকাঠিতে গভীর নলকূপে পানির সংকট

ব্যাট-বলে সাকিবকে শরীফুলের টেক্কা

দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এমন সহিংসতা: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে ভাড়ায়চালিত বাইকারের বিরুদ্ধে যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সরবরাহ সচল হওয়ায় স্বস্তি ফিরছে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে

আজ কোন এলাকায় কত ঘণ্টা কারফিউ শিথিল

রিয়ালের জার্সিতে কবে মাঠে নামছেন এমবাপ্পে?

স্বেচ্ছায় কারাগারে যাচ্ছেন ফিলিস্তিনি শরণার্থীরা

অলিম্পিকে পদকের লড়াই হবে যে ইভেন্টগুলোতে (২৭ জুলাই)

১০

দক্ষিণ আমেরিকা নিয়ে নতুন ছক সৌদির

১১

রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

১২

ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিক হবে?

১৩

মানামার বাতাসে দূষণ সবচেয়ে বেশি, ঢাকার পরিস্থিতি কী

১৪

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বর্জ্যে দুর্ভোগে ৩ লাখ মানুষ

১৫

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১৬

অলিম্পিকে নিষিদ্ধ ছিল যে দেশগুলো

১৭

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৮

উদ্বোধনীতে অ্যাথলেটদের চেয়ে বেশি উৎফুল্ল বাংলাদেশের কর্তারা

১৯

কুষ্টিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

২০
X