তিন দশকেরও বেশি সময় পর আগামীকাল বুধবার বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের জাতীয় সম্মেলন হবে। ঢাকার গুলশানের ইমান্যুয়েলস পার্টি সেন্টারে বেলা ১১টার দিকে এ সম্মেলন শুরু হবে। তবে এটি কততম সম্মেলন জাসাসের পক্ষ থেকে তা নিশ্চিত করতে পারেনি।
জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সবশেষ ১৯৮৯ সালে জাসাসের জাতীয় সম্মেলন হয়েছিল। তবে কেউ কেউ বলছেন, তখন প্রতিনিধি সভা হয়েছিল।
২০২১ সালের ৬ নভেম্বর হেলাল খানকে আহ্বায়ক ও জাকির হোসেন রোকনকে সদস্য সচিব করে জাসাসের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি দেওয়া হয়। নতুন কমিটি সারা দেশের ৮২টি সাংগঠনিক জেলার মধ্যে এখন পর্যন্ত ৬০টিতে কমিটি দিয়েছে।
বুধবার অনুষ্ঠেয় জাতীয় সম্মেলনে জাসাসের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হবে কিনা দায়িত্বশীল কোনো নেতাই তা বলতে পারছেন না। তারা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।