কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধী মত দমনে চরম পন্থা বেছে নিয়েছে সরকার : জাগপা

বিরোধী মত দমনে চরম পন্থা বেছে নিয়েছে সরকার : জাগপা
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, সারা দেশে বিনা উসকানিতে বিরোধী দলের কর্মসূচিতে পুলিশ, প্রশাসন ও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী মামলা-হামলা করছে। দেশের বিভিন্ন স্থানে প্রশাসনকে ব্যবহার করে‌ বিরোধীদলীয় নেতাকর্মীর প্রতি দমন-নিপীড়ন চালিয়ে বিরোধী মত দমনের চরম পন্থা বেছে নিয়েছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা ব‌লেন তিনি। এ সময় আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, নগর জাগপার সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক কাওছার হামিদ প্রমুখ। তিনি বলেন, পঞ্চগড়ে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছ, যাদের ওপর হামলা এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও মালামাল লুটপাট, নিরীহ দুই ব্যক্তির নিহত হওয়া, শতাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনা ন্যক্কারজনক, দুঃখজনক ও অমানবিক। রাষ্ট্রের যে কোনো নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। পুলিশ জনগণের নিরাপত্তা বিধানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সময়মতো কঠোর ব্যবস্থা নিলে হয়তো এমন ন্যক্কারজনক ঘটনা ঘটত না। পূর্বপরিকল্পিত বিধায় পুলিশ এ ঘটনার সময় ইচ্ছাকৃতভাবে নীরব ভূমিকা পালন করে; যাতে আহমদিয়াদের ঘরবাড়িতে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ ও লুটপাটের সুযোগ পায়। তিনি আরও বলেন, এ ঘটনা এবং ঘটনাপরম্পরার গভীরে গেলে এটা স্পষ্ট যে এটা কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত ও সুপরিকল্পিত ঘটনা। যখন বিরোধী দলগুলোর জনগণের মৌলিক অধিকার নিয়ে রাজপথে আন্দোলন করছে, সরকার তখন বিরোধী দলের ওপর দোষ চাপিয়ে আতঙ্কের মধ্যে রাখার নীলনকশার অংশ হিসেবে এই ন্যক্কারজনক হামলা করেছে। খন্দকার লুৎফর রহমান বলেন, পুলিশ পঞ্চগড়ের ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে এ পর্যন্ত বিরোধী দলের নেতাকর্মীর নামে ২০টি মামলা দিয়েছে, ১২ হাজারের বেশি জনকে আসামি করা হয়েছে এবং এ পর্যন্ত ১৮৭ জনকে গ্রেপ্তার করেছে। আমরা এই হামলা, গ্রেপ্তার, গুলি, মামলা, দমন-নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গ্রেপ্তারদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের শাস্তি দাবি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঝালকাঠিতে গভীর নলকূপে পানির সংকট

ব্যাট-বলে সাকিবকে শরীফুলের টেক্কা

দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এমন সহিংসতা: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে ভাড়ায়চালিত বাইকারের বিরুদ্ধে যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সরবরাহ সচল হওয়ায় স্বস্তি ফিরছে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে

আজ কোন এলাকায় কত ঘণ্টা কারফিউ শিথিল

রিয়ালের জার্সিতে কবে মাঠে নামছেন এমবাপ্পে?

স্বেচ্ছায় কারাগারে যাচ্ছেন ফিলিস্তিনি শরণার্থীরা

অলিম্পিকে পদকের লড়াই হবে যে ইভেন্টগুলোতে (২৭ জুলাই)

১০

দক্ষিণ আমেরিকা নিয়ে নতুন ছক সৌদির

১১

রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

১২

ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিক হবে?

১৩

মানামার বাতাসে দূষণ সবচেয়ে বেশি, ঢাকার পরিস্থিতি কী

১৪

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বর্জ্যে দুর্ভোগে ৩ লাখ মানুষ

১৫

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১৬

অলিম্পিকে নিষিদ্ধ ছিল যে দেশগুলো

১৭

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৮

উদ্বোধনীতে অ্যাথলেটদের চেয়ে বেশি উৎফুল্ল বাংলাদেশের কর্তারা

১৯

কুষ্টিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

২০
X