ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের
লো স্কোরিং ম্যাচ। তাতেই জমে থাকল রাজ্যের উত্তেজনা। বল হাতে বোলাররা করলেন দারুণ পারফরম্যান্স। ইংল্যান্ডকে আটকে রাখা গেল মাত্র ১১৭ রানে। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ ধারাবাহিক বিরতিতে উইকেট হারালেও শেষ হাসি সাকিবদের। ইতিহাস গড়া সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৬ উইকেটে। টানা দুই জয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো স্মরণীয় সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল সাকিব ব্রিগেড। আগামী ১৪ মার্চ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ। চট্টগ্রামে জয় দিয়ে শুরু। মিরপুরে এসে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের উৎসব। রোববার টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১৭ রানে অলআউট ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছায় সাত বল হাতে রেখে, ১২০/৬। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন মেহেদী হাসান মিরাজ। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম দুটি ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন দুই ওপেনার লিটন ও রনি। তবে তৃতীয় ওভারে কুরানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ফিল সল্টের হাতে ধরা পড়েন লিটন। ৯ বলে এক চারে ৯ রান করে ফেরেন বাংলাদেশ ওপেনার। দলীয় ২৭ রানে বিদায় নেন রনি। ১৪ বলে তিনি করেন ৯ রান। নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় দলকে টেনে নিয়ে যান ৫৬ রান পর্যন্ত। রেহানের বলে ওকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। ১৮ বলে দুই চারে ১৭ রান করেন তিনি। মিরাজের সঙ্গে শান্তর জুটি দলকে স্বস্তি এনে দেয়। এই জুটিতে আসে সর্বোচ্চ ৪১ রান, ৩২ বলে। দলীয় ৯৭ রানের মাথায় আর্চারের বলে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। ১৬ বলে দুই ছক্কায় ২০ রান করেন তিনি। Link a Story সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৮ রান এরপর ছক্কা হাঁকাতে গিয়ে সাকিব (০) বিদায় নিলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। কিছুক্ষণ পর আর্চারের বলে বোল্ড আফিফও (২)। তবে শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত ও তাসকিন জুটিতে উৎসব মুখর টাইগার শিবির। জর্ডানের ওভারে টানা দুই চার হাঁকিয়ে দলকে জয় উপহার দেন পেসার তাসকিন আহমেদ। তিন বলে দুই চারে ৮ রানে অপরাজিত তাসকিন। ৪৭ বলে তিন চারে ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলে অপরাজিত শান্ত। ৪ ওভারে ১৩ রানে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন জফরা আর্চার। এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। সর্বোচ্চ ২৮ রান করেন বেন ডাকেট। ওপেনার ফিল সল্ট ২৫, মঈন আলী ১৫, কুরান ১২, রেহান ১১ রান করেন। বাকিরা ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। বল হাতে বাংলাদেশের হয়ে ১২ রানে সর্বোচ্চ চার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অলিম্পিকে নিষিদ্ধ ছিল যে দেশগুলো

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

উদ্বোধনীতে অ্যাথলেটদের চেয়ে বেশি উৎফুল্ল বাংলাদেশের কর্তারা

কুষ্টিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

৬ দিন পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

ভেজানো ছোলা খাওয়ার উপকারিতা

হামলা মামলা ও লাঞ্ছনার শিকার লালমনিরহাটের ৬ সাংবাদিক

কলেজছাত্রীকে বিবস্ত্র, লজ্জায় আত্মহত্যা

প্যারিসের আলোয় উদ্ভাসিত অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান

ট্রলার উদ্ধারে গিয়ে ডুবল স্পিডবোট, সৈকতে ভেসে এল ২ মরদেহ

১০

সিলেটে ‘অবৈধ’ নিয়োগে প্রভাষক জালিয়াতিতে অধ্যক্ষ!

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী শনিবার

১২

ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

১৩

অস্ট্রেলিয়ায় উদ্ভাবিত বিশ্বের প্রথম টাইটানিয়াম হার্ট মানবদেহে প্রতিস্থাপন

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৫

শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?

১৬

২৭ জুলাই : নামাজের সময়সূচি

১৭

যে ভুলে মরতে পারে টবের গাছ

১৮

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে ২৪ বছর ধরে চাকরি, অতঃপর..

১৯

ঝিনাইদহে ২৪ বছর ধরে ক্রিকেট ব্যাট বানাচ্ছেন ৩ ভাই

২০
X