রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের
লো স্কোরিং ম্যাচ। তাতেই জমে থাকল রাজ্যের উত্তেজনা। বল হাতে বোলাররা করলেন দারুণ পারফরম্যান্স। ইংল্যান্ডকে আটকে রাখা গেল মাত্র ১১৭ রানে। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ ধারাবাহিক বিরতিতে উইকেট হারালেও শেষ হাসি সাকিবদের। ইতিহাস গড়া সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৬ উইকেটে। টানা দুই জয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো স্মরণীয় সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল সাকিব ব্রিগেড। আগামী ১৪ মার্চ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ। চট্টগ্রামে জয় দিয়ে শুরু। মিরপুরে এসে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের উৎসব। রোববার টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১৭ রানে অলআউট ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছায় সাত বল হাতে রেখে, ১২০/৬। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন মেহেদী হাসান মিরাজ। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম দুটি ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন দুই ওপেনার লিটন ও রনি। তবে তৃতীয় ওভারে কুরানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ফিল সল্টের হাতে ধরা পড়েন লিটন। ৯ বলে এক চারে ৯ রান করে ফেরেন বাংলাদেশ ওপেনার। দলীয় ২৭ রানে বিদায় নেন রনি। ১৪ বলে তিনি করেন ৯ রান। নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় দলকে টেনে নিয়ে যান ৫৬ রান পর্যন্ত। রেহানের বলে ওকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। ১৮ বলে দুই চারে ১৭ রান করেন তিনি। মিরাজের সঙ্গে শান্তর জুটি দলকে স্বস্তি এনে দেয়। এই জুটিতে আসে সর্বোচ্চ ৪১ রান, ৩২ বলে। দলীয় ৯৭ রানের মাথায় আর্চারের বলে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। ১৬ বলে দুই ছক্কায় ২০ রান করেন তিনি। Link a Story সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৮ রান এরপর ছক্কা হাঁকাতে গিয়ে সাকিব (০) বিদায় নিলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। কিছুক্ষণ পর আর্চারের বলে বোল্ড আফিফও (২)। তবে শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত ও তাসকিন জুটিতে উৎসব মুখর টাইগার শিবির। জর্ডানের ওভারে টানা দুই চার হাঁকিয়ে দলকে জয় উপহার দেন পেসার তাসকিন আহমেদ। তিন বলে দুই চারে ৮ রানে অপরাজিত তাসকিন। ৪৭ বলে তিন চারে ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলে অপরাজিত শান্ত। ৪ ওভারে ১৩ রানে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন জফরা আর্চার। এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। সর্বোচ্চ ২৮ রান করেন বেন ডাকেট। ওপেনার ফিল সল্ট ২৫, মঈন আলী ১৫, কুরান ১২, রেহান ১১ রান করেন। বাকিরা ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। বল হাতে বাংলাদেশের হয়ে ১২ রানে সর্বোচ্চ চার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিআইটি মডেল’ বাস্তবায়ন দাবিতে উত্তাল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

১০

ব্লাকমেইল করে সাংবাদিকের কাছে চাঁদা দাবি

১১

বিমানের ডানা থেকে লাফ দিয়ে আহত ১৮

১২

ইবিতে মাস্টার্সে পুনঃভর্তি / ছাত্রদল নেতাদের বিশেষ বিবেচনা, অন্যদের ক্ষেত্রে বঞ্চনা!

১৩

তানভীরের ফাইফারে সিরিজে সমতায় ফিরল টাইগাররা

১৪

প্রজাতন্ত্র নির্মাণে নতুন রাজনৈতিক ইশতেহার প্রয়োজন: জেএসডি 

১৫

চসিক মেয়রের সঙ্গে কানাডার ফেডারেল এমপির বৈঠক

১৬

যে কারণে জোতার শেষকৃত্যে ছিলেন না রোনালদো

১৭

চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার কালবেলার সাংবাদিক

১৮

উল্টোরথে শেষ হলো রথযাত্রার মহোৎসব

১৯

আশুরায় শুধু কারবালার নয়, রয়েছে আরও যত ঘটনা

২০
X