ক্রীড়া প্রতিবেদক
১৮ মার্চ ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড ১৮৩ রানে আইরিশদের হারাল বাংলাদেশ

সাকিব-হৃদয় ঝলকে ব্যাট হাতে রেকর্ড স্কোর, ৩৩৮/৮। এমন রান পাহাড় টপকাতে পারেনি আয়ারল্যান্ড। বাংলাদেশের বোলারদের সামনে ছিল তারা অসহায়। সিলেটে শনিবার প্রথম ওয়ানডে ম্যাচে আইরিশদের রেকর্ড ১৮৩ রানে হারিয়ে সিরিজ শুরু করেছে তামিম বাহিনী।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৩৮ রান করে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ড ৩০.৫ ওভারে গুটিয়ে যায় ১৫৫ রানে। রানের দিক থেকে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের এটি সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ১৬৯ রানে, জিম্বাবুয়ের বিরুদ্ধে এই সিলেটের মাটিতেই, ২০২০ সালে। আবার ওয়ানডেতে ৩৩৮ রানের স্কোরও বাংলাদেশের সর্বোচ্চ, আগেরটি ছিল ৩৩৩ রানের।

Link a Story

অভিষেকে ‘হৃদয়ভঙ্গ’ হৃদয়ের

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই ছিল আয়ার‌ল্যান্ডের। উদ্বোধনী জুটিতে ৬০ রান তোলে দলটি। স্টেফান ডোনিকে ফিরিয়ে জুটি ভাঙেন সাকিব আল হাসান। এরপর আর বলতে গেলে দাঁড়াতে পারেনি সফরকারীরা। উইকেট হারাতে থাকে ধারাবাহিক বিরতিতে।

মিডল অর্ডারে জর্জ ডকরেল লড়েছেন কিছুটা। তার ব্যাটেই আসে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস। ওপেনার স্টেফান করেন ৩৪ রান। এ ছাড়া পল স্টার্লিং ২২, কার্টিস ক্যাম্ফার ১৬, মার্ক অ্যাডায়ার ১৩ রান করেন। বাকিরা ছুঁতে পারেননি দুই অঙ্কের রান।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন পেসার ইবাদত হোসেন। নাসুম আহমেদ তিনটি, তাসকিন দুটি, সাকিব নেন একটি করে উইকেট।

Link a Story

তামিমের পর এবার সাকিবও

এর আগে ব্যাট করতে নেমে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের স্কোর গড়ে বাংলাদেশ, ৮ উইকেটে ৩৩৮ রান। আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ৩৩৩ রান।

এই ম্যাচে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন সাকিব ও তৌহিদ হৃদয়। কিন্তু পারেননি কেউ। দুজনই নার্ভাস নাইনটিজের শিকার। ৯ চারে ৮৯ বলে ৯৩ রানের ইনিংস খেলে গ্রাহামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। হৃদয়ের সঙ্গে চতুর্থ উইকেটে সাকিব গড়েন ১২৫ বলে ১৩৫ রানের জুটি।

হৃদয় গড়েছেন অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। কিন্তু স্রেফ ৮ রানের জন্য তিনিও সেঞ্চুরি করতে পারেননি। ৮৫ বলে ৮ চার ও দুই ছক্কায় ৯২ রান করে তিনি বোল্ড হন গ্রাহামের বলে। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেক ওয়ানডেতে নব্বইয়ের ঘরে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম উঠেছে তৌহিদ হৃদয়ের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র যাচাই-বাছাই

পিরোজপুরে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল যে কারণে

নেত্রকোনা-৩ আসনে অসীম কুমার উকিলসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মিরপুরেও কি হবে সিলেটের মতো স্পোর্টিং উইকেট?

মনোনয়ন টেকাতে হাইকোর্টে যাবেন সালাহউদ্দিন

কুমিল্লায় মিষ্টি আলুর ভালো ফলনের আশা

নোয়াখালীতে বিকল্পধারার মহাসচিব ও নৌকার প্রার্থীসহ ১৮ জনের মনোনয়নপত্র বাতিল

জোরালো হলো অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন

সুনামগঞ্জে আমনের বাম্পার ফলন, ভালো দামের প্রত্যাশা

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ

১০

যেখানে সুখ সেখানেই উষ্ঠা খাই আমি : মাহি

১১

রিজভীর নেতৃত্বে উত্তরায় মহিলা দলের মিছিল পিকেটিং 

১২

অবরোধ সফলে রাজধানীর আসাদগেটে স্বেচ্ছাসেবক দলের মিছিল

১৩

গাজায় ৩.৪ মিলিয়ন ডলারের সাহায্য পাঠাল তুরস্কের রেড ক্রিসেন্ট

১৪

বগুড়া-৩ আসনে ৭ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

১৫

অভিজ্ঞতা ছাড়াই পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি

১৬

১২ দিন স্মৃতিসৌধে যেতে মানা

১৭

ফেলিক্সের গোলে অ্যাথলেটিকোকে হারাল বার্সেলোনা

১৮

শেখ মনির ৮৫তম জন্মদিন আজ

১৯

৪ ডিসেম্বর : নামাজের সময়সূচি

২০
X