নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতীয় ওপেনার শুভমান গিল। সবকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। এক ম্যাচ পরই আবার শতকের দেখা পেলেন ডানহাতি এই ব্যাটার।
একই ম্যাচে তিন বছর পর সেঞ্চুরি করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতীয় অধিনায়কের চেয়ে আক্রমণাত্মক ছিলেন শুভমান। মাত্র ৭২ বলে করেন সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে ডানহাতি এই ব্যাটারের চতুর্থ শতক। ১৩টি চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকান শুভমান।
সেঞ্চুরি করার পর রোহিত (১০২) সাজঘরে ফিরে যাওয়ার পর অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে আউট হলেন শুভমানও। শেষ পর্যন্ত ৭৮ বলে করেন ১১২ রান। রোহিতের সঙ্গে গড়েন ২১২ রানের জুটি। বিশ্বকাপের আগে দুই ওপেনারের শতক স্বস্তি দিচ্ছে ভারতীয় শিবিরে।