কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে দৈনিক কালবেলা। কোয়ার্টার ফাইনালে আরটিভিকে ২-০ গোলে হারায় নতুন আঙ্গিকে বাজারে আসা দৈনিকটি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনসংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে কালবেলা। দুর্দান্ত ফ্রি কিকে দলকে এগিয়ে নেন শহিদুল ইসলাম। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দলটি।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চাপ অব্যাহত রাখে তারা। মাহমুদুন্নবী চঞ্চলের অ্যাসিস্ট থেকে পাওয়া বল জালে জড়ান মমিনুর ইসলাম। তাতে ২-০ গোলে এগিয়ে যায় কালবেলা। সেই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন সাবেক ফুটবলার আব্দুল গাফফার ও সাফজয়ী নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম।
এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সমকালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কালবেলা। পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৩২টি মিডিয়া।