স্থগিত হওয়া কিছু টুইটার অ্যাকাউন্ট আগামী সপ্তাহ থেকে চালু করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ধনকুবের ইলন মাস্ক। টুইটারের পক্ষ থেকে ওই অ্যাকাউন্টগুলোর প্রতি ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এর আগে স্থগিত অ্যাকাউন্টগুলোর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে কি না, এ নিয়ে গত বুধবার টুইটারে একটি জরিপ করেন মাস্ক। সেখানে এও উল্লেখ করা হয়, যারা আইন লঙ্ঘন করেননি অথবা স্প্যামিংয়ের সঙ্গে জড়িত নন, তাদের ক্ষেত্রেই এ জড়িপ প্রযোজ্য হবে।
জরিপে অংশ নেন ৩১ লাখ ৬২ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী। এর মধ্যে ‘সাধারণ ক্ষমা’র পক্ষে ৭২ দশমিক ৪ শতাংশ ভোট পড়ে।
এরপর মাস্ক টুইট করে জানান, আগামী সপ্তাহ থেকে ‘সাধারণ ক্ষমা’ কার্যকর শুরু হবে। সেখানে তিনি লাতিন ভাষায় লেখেন, ‘জনগণের কথাই ঈশ্বরের কথা’।
এর আগে টুইটার কিনেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্থগিত হওয়া অ্যাকাউন্ট ফেরানোর পদক্ষেপ নেন মাস্ক। এর মধ্যেই গত শনিবার টুইটারে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট চালু হয়।