কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইমরানের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল

ইমরানের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল
বহুল আলোচিত তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছেন আদালত। আজ শনিবার ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাফর ইকবাল এ আদেশ দেন। ডনের খবরে বলা হয়, আজকের হাঙ্গামা ও বিশৃঙ্খলার কারণে আগামী ৩০ মার্চ পর্যন্ত এ মামলার শুনানি কার্যক্রম মুলতবি করা হয়েছে। এ ছাড়া মামলার আগামী শুনানিতে ইমরান খানকে আদালতে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি বলেন, সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ইমরান খান আদালত থেকে বেরিয়ে গেছেন। এর আগে পাকিস্তান নির্বাচন কমিশনের দায়ের করা তোশাখানা মামলার শুনানিতে উপস্থিত হতে সকাল ৮টার দিকে লাহোরের বাসা থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন ইমরান খান। ইমরানের জীবনের ঝুঁকি রয়েছে–পিটিআইয়ের এমন আপত্তি থেকে ওই এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপরও আদালত চত্বরে পুলিশের সঙ্গে পিটিআই নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমনকি পিটিআই নেতাকর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। ঘটনাস্থলে থাকা ডনের প্রতিনিধি জানান, পুলিশের কাঁদানে গ্যাস এবং জানালায় পাথর ছোড়ার কারণে আদালত কক্ষে থাকা কর্মকর্তারা সমস্যায় পড়েন। এ ছাড়া একই দিন লাহোরে ইমরান খানের জামান পার্কের বাসায় অভিযান চালিয়েছে পাঞ্জাব পুলিশ। এ সময় পিটিআই নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এ ছাড়া কয়েকজন নেতাকর্মীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। তোশাখানা মামলা পাকিস্তানের ক্ষমতাসীন জোটের সংসদ সদস্যরা গত বছর অভিযোগ করেন, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইমরান খান সরকারি তোশাখানা থেকে প্রাপ্ত উপহার এবং সেগুলো বিক্রি করে যে আয় করেছেন তা অবহিত করেননি। ২১ অক্টোবর পাকিস্তান নির্বাচন কমিশন জানায়, সাবেক এই প্রধানমন্ত্রী এসব উপহার নিয়ে মিথ্যা স্টেটমেন্ট ও ভুল ঘোষণা দিয়েছেন। তোশাখানা হলো পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগের অধীন একটি বিভাগ। বিদেশি সরকারপ্রধান ও অন্যান্য দেশের প্রতিনিধিরা সরকারি কর্মকর্তাদের যেসব উপহার দেন সেগুলো সংরক্ষিত করে রাখা হয় তোশাখানায়। তোশাখানা আইন অনুযায়ী, যাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য তারা কোনো উপহার বা এ জাতীয় কিছু পেলে তা মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে ইমরান খান এসব উপহার নিয়ে কর্মকর্তাদের বিপথে চালিত করেছেন এমন অভিযোগ নিয়ে ইসলামাবাদ জেলা ও দায়রা জজ আদালতের দ্বারস্থ হয় পাকিস্তান নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির জনসভায় জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল রাজশাহী

রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ গুরুতর

অবৈধ অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

সফলভাবে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল

কঠিন শর্তের বেড়াজালে দীপিকা; ‘কল্কি’র সিক্যুয়েলে থাকছেন সাই পল্লবী!

আলজাজিরাকে ডা. শফিক / নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক / শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা

১০

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

১১

জামায়াত নেতা নিহতের ঘটনায় চরমোনাই পীরের প্রতিক্রিয়া

১২

জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন করণ

১৩

সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

১৪

শিক্ষিত বেকারদের দুর্দশা নিয়ে যা বললেন অর্ষা

১৫

আগের সব ইতিহাস ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ

১৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৭

আরও ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যামাজনের

১৮

নাগরিকদের পাকিস্তান ভ্রমণে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের

১৯

ধ্বংসস্তূপ থেকে যেভাবে শনাক্ত করা হয় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর মরদেহ

২০
X