চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের একটি আবাসিক বহুতল ভবনে আগুনে অন্তত ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে প্রদেশটির উরুমকিতে অবস্থিত ওই ভবনে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।
খবরে বলা হয়েছে, দগ্ধদের জরুরি চিকিৎসা দেওয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়েছে। তবে আগুনে গুরুতর দগ্ধ অপর ৯ জনের অবস্থা বর্তমানে শঙ্কা মুক্ত। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তাদের দুর্নীতি ও দায়িত্বে অবহেলা এবং আইন না মানায় চীনে প্রায়ই আগুনের ঘটনা ঘটে। চলতি সপ্তাহেই চীনের মধ্যাঞ্চলীয় আনিয়াং শহরের এক কারখানায় আগুনে ৩৮ জন নিহত ও দুজন আহত হয়।
কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা বিধি লঙ্ঘন করে বৈদ্যুতিক ওয়েল্ডিং করার কারণে এ আগুন লেগেছে।